নিউজ ডেস্ক : ট্যাক্সিতে চড়েই একে অপরকে চুম্বন করেন সমকামী দম্পতি! সেটা দেখে বেজায় চটে যান ট্যাক্সি চালক। মার্কিন ওই সমকামী দম্পতিকে হেনস্থারও অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। জানা গেছে, নিউইয়র্কের বাসিন্দা অ্যালেক্স লোভাইল ও এমা পিচি গত শনিবার একটি ট্যাক্সি ভাড়া করেন। কিন্তু বিপত্তি বাঁধে ট্যাক্সিতে চড়ার পর।
ওই নারীদের দাবি, গাড়ি চলার সময় তারা একে অপরকে চুম্বন করেন। এর পরেই রে রে করে ওঠেন ট্যাক্সি চালক।
সমকামী ওই যুগলের দাবি, এর পরেই ট্যাক্সি চালক তাদের গাড়ি থেকে নেমে যেতে বলেন। চালক তাদের সাফ জানিয়ে দেন, সমকামীদের চুম্বন তার গাড়িতে অবৈধ। পাশাপাশি তাদের সঙ্গে অকথ্য ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন ওই নারীরা।
সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে আপলোডও করেন অ্যালেক্স লোভাইল।
ওই ট্যাক্সি সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এখনো চালককে চিহ্নিত করা সম্ভব হয়নি। এসব ঘটনা আমরা মেনে নেব না। তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে চালকের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।