টেস্ট ও ওয়ানডে কোচের খোঁজে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোর পদত‌্যাপত্র গ্রহণ করেছে। মঙ্গলবার বিসিবিকে নিজের পদত‌্যাগপত্র পাঠিয়েছেন ডমিঙ্গো। ফলে জাতীয় দলের জন‌্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

বিসিবি টেস্ট ও ওয়ানডের জন‌্য হাই প্রোফাইল কোচ খুঁজছে। টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে শ্রীধরণ শ্রীরামকেই পছন্দ বিসিবির। এজন‌্য তাকে ফেরানো হচ্ছে। নিশ্চিত হওয়া গেছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের এ কোচকেই রাখবে বিসিবি।

ফরম‌্যাট অনুযায়ী পৃথক কোচ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ঘটনা নয়। ইংল‌্যান্ড দলের টেস্ট দলের দায়িত্বে ব্রেন্ডন ম‌্যাককালাম। ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্বে ম‌্যাথু মট। ভারতীয় দল এই প্রক্রিয়ায় সামনে এগোতে পারে। বাংলাদেশ আগেভাগেই নিজেদের পরিকল্পনা সাজিয়ে সামনে এগিয়ে যেতে চায়। এজন‌্য দীর্ঘ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে।

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান জালাল ইউনুস বলেছেন, ‘দুজন আলাদা কোচ দেখা যাবে। টি-টোয়েন্টিতে একজন, টেস্ট ও ওয়ানডেতে আরেকজন। আমাদের আগেই পরিকল্পনা ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখবো। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের ক্রিকেট আগামী পাঁচ বছর ঠিক পথে থাকে যেন।’

শোনা যাচ্ছে ও একাধিক গণমাধ‌্যমে এসেছে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে আবার ফেরাতে পারে বিসিবি। বোর্ড এরই মধ‌্যে তার সঙ্গে যোগাযোগ করেছে। বেতন নিয়েই চলছে বনিবনা। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ মার্চে ইংল‌্যান্ডের বিপক্ষে। মার্চের আগেই নতুন কোচ বাংলাদেশ পেয়ে যাবে বলে বিশ্বাস জালাল ইউনুসের।

‘অবশ্যই দেখতে পাবেন (নতুন কোচ) । ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর প্রকাশ করবো।’

শুধু কোচ নয়, দলের সামগ্রিক অবস্থার মূল‌্যায়ন, পারফরম‌্যান্সের উন্নতি, লম্বা পরিকল্পনা প্রণয়নের জন‌্য একজন পারফরম‌্যান্স ডিরেক্টর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘কোচিং প্রক্রিয়া একটা ট্র্যাকে আনার জন্য পারফরম্যান্স ডিরেক্টর নিয়োগ দেবো। সে বাংলাদেশের অভার অল ক্রিকেট নিয়ে কাজ করবে এবং সে আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেবে। লম্বা সময়ের জন্য পরিকল্পনা দেবে যে এই ট্র্যাকে চলা উচিত।’

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধটেস্ট র‍্যাংকিংয়ে কোহলিকে ছাড়িয়ে গেলেন লিটন দাস