টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, রোহিঙ্গাসহ উদ্ধার ৩৯

জেলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ বাহারছড়া পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় নারী-পুরুষসহ ৩৯ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মাঝে চারজন বাংলাদেশি এবং বাকিরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে- মহেশখালীর দুজন, টেকনাফ সাবরাংয়ের একজন, ঈদগাঁওয়ের একজন রয়েছেন। বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিমপাড়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

jagonews24

তিনি বলেন, উপকূলীয় বাহারছড়ার হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে মহেশখালীর কচ্ছপিয়া এলাকা থেকে ট্রলারটি ছাড়ে। পরে সাগরের মাঝপথে ডুবে যায়। এসময় তারা হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তীরে উঠে আসার চেষ্টা করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারদের বেশিরভাগ রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক রয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে উড়ালসড়কের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
পরবর্তী নিবন্ধহজে বয়সের বাধা থাকছে না, যেতে পারবেন ১ লাখ ৩০ হাজার