কক্সবাজারে টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাসান আলী ও মো. কামাল নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহতরা ইয়াবাকারবারি। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের কাটাবুনিয়ার ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোর সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপের কাটাবুনিয়ার ঝাউবাগান এলাকায় টহল দেয়ার সময় গোলাগুলির শব্দ শোনা যায়।
সেখানে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি করে ইয়াবাকারবারিরা। একপর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আহত হয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, উপপরিদশর্ক (এসআই) রাজু আহমেদ, সহকারী উপপরিদশর্ক (এএসআই) মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসীরা মাদককারবারিদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেয়ার জেরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।