টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আমিন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মিয়ানমারের সিম উদ্ধার করা হয়। সোমবার ভোররাতে উপজেলার লেদার নুরালীপাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন হ্নীলা ইউনিয়নের লেদার মকতুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব বলেন, হ্নীলার লেদা নুরুলীপাড়া এলাকায় একদল ডাকাত অপরাধ সংঘটিত করার জন্য অবস্থান নিয়েছে- এমন তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায় ডাকাত দল। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। এরপর আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পর জানা যায় তিনি আমিন ডাকাত।

লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব আরও বলেন, ঘটনাস্থল তল্লাশি করে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান, চারটি তাজা কার্তুজ, তিনটি গুলির খালি খোসা, মিয়ানমারের তৈরি ১১টি এমপিটি সিম ও একটি টেলিটক সিম উদ্ধার করা হয়।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সদস্যরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত মাদক পাচার, খুন, অপহরণসহ এমন কোনো অপরাধ নেই করছে না। তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায়: স্পিকার
পরবর্তী নিবন্ধসেরা অভিনেতা ফনিক্স অভিনেত্রী রেনে