টেকনাফে ‘দুই গ্রুপের গোলাগুলিতে’ নিহত ৪

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় দুই গ্রুপের গুলিবিনিময়ে রোহিঙ্গাসহ চার মাদক কারবারি নিহত হয়েছেন।  মঙ্গলাবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মাদক কারবারিদের দুই পক্ষের গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী এলাকার আব্দুল মালেক ছেলে আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার আব্দু সালামের ছেলে মো. নাছির (২৩) ও পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোরে হোয়াইক্যংয়ের হারাংখালী এলাকায় ইয়াবা কারবারিদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় হচ্ছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দু’টি দেশি বন্দুক ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ইয়াবা বিক্রির টাকার ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধস্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক রাজিবের মৃত্যু
পরবর্তী নিবন্ধলঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ