টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান-সিইওর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের দ্বিতীয় মেয়াদে যোগদানপূর্বক শনিবার (৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় তারা জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, কোম্পানি সেক্রেটারি ও জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র, ডিজিএম মো. আরশাদ হোসেনসহ ফরিদপুর, গোপালগঞ্জ অঞ্চলের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডির শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫