টি-টোয়েন্টিতে সেরা পাঁচে মুস্তাফিজ, ৯ নম্বরে সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক :
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তালিকায় ৯ নম্বরে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এছাড়া এই ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় সেরা পাঁচে জায়গা ধরে রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টিতে সম্প্রতি বাংলাদেশের কোন খেলা না থাকলেও অন্যদের ব্যর্থতায় এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন মুস্তাফিজ। এজন্য ছয়ে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিসের স্যামুয়েল বদ্রি। বোলারদের মধ্যে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এক নম্বর স্থান ধরে রেখেছেন। এক ধাপ পিছিয়ে ইমরান তাহির তিন নম্বরে নেমে যাওয়ায় দুইয়ে উঠে এসেছেন জসপ্রিৎ বুমরাহ। ৪ নম্বর স্থান ধরে রেখেছন আফগানিস্তানের আদিল রশিদ।

ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছন বিরাট কোহলি। দুইয়ে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইস। চার নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর পাঁচে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্ব একাদশের বিপক্ষে দারুণ ব্যাট করে ব্যাটসম্যানদের তালিকায় ২১ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম।

ব্যাটসম্যানদের তালকায় মধ্যে সেরা বিশে বাংলাদেশের আছেন মাত্র একজনই। সাব্বির রহমানের অবস্থান ১৩ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় রশিদের গুদামে পুলিশের অভিযান
পরবর্তী নিবন্ধহারিকেন ‘ইরমা’র তাণ্ডবে পিছাতে পারে স্যাটেলাইট উৎক্ষেপণ