টি-টোয়েন্টিতে শ্রীলংকার চেয়ে পাকিস্তান ভালো দল: সরফরাজ

পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে শ্রীলংকার চেয়েও ভালো দল পাকিস্তান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরফরাজ।

সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় পাকিস্তান। আজ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, টি-টোয়েন্টিতে শ্রীলংকার চেয়ে আমরা বেটার দল।

সমীকরণও তাই বলছে। আইসিসির র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে ২৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। ২৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড, ২৬২ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা। আর ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বর পজিশনে পড়ে আছে শ্রীলংকা।

তার চেয়েও বড় কথা হলো পাকিস্তান সফরে শ্রীলংকার সেরা ১০জন ক্রিকেটার না যাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই দ্বিতীয় সারির দল পাঠায় লংকা ক্রিকেট দল। আর সেই দুর্বল দল নিয়েই পাকিস্তানের মাঠে খেলছে শ্রীলংকা।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসে পাশ করলেই মিলবে বাইক ও বউ
পরবর্তী নিবন্ধ‘অপরাধী’ কিয়ারা