টি–টোয়েন্টির মিশনে টাইগাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:
13নেলসন পর্ব শেষ করে বাংলাদেশ দল এখন নেপিয়ারে। আজ রোববার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় ভাড়া করা একটি বিমানে নেলসন ছাড়ে দল। আগামী পরশু (মঙ্গলবার) নেপিয়ারের ম্যাকলিন পার্কে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর পরিবার নেলসন থেকেই সঙ্গী তাঁদের। নেপিয়ারে আসছেন সাকিব আল হাসানের স্ত্রীও।

নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানেই।

পূর্ববর্তী নিবন্ধআয়রনের ঘাটতি দূর করুন নাহলে হারাবেন শ্রবণশক্তি
পরবর্তী নিবন্ধলালবাগে ‘অতিরিক্ত মদ্যপানে’ যুবকের মৃত্যু