টি-টোয়েন্টিতে এলিট ক্লাবে ভারতের জামাই

পপুলার২৪নিউজ ডেস্ক :

টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। এলিট ক্লাবে ঢুকে পড়লেন ভারতের জামাই। কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে ৯ হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি।

শুধু তাই নয়,সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি রান করার দিক দিয়ে চার নম্বরে উঠেছেন শোয়েব। রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৩২ রান করেন তিনি। এর সুবাদে অভিজাত ক্লাবে নাম লেখান এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

এবারের সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন শোয়েব। দলটির অধিনায়কও তিনি। এদিন এ রানের সুবাদে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৯ হাজার রানের গণ্ডি অতিক্রম করেন পাক তারকা। বর্তমানে তার সংগ্রহ ৯০১৪ রান।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান ক্যারিবীয় দানব ক্রিস গেইলের। সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৬ ম্যাচ খেলে ১৩০৫১ রান করেছেন তিনি। এ পথে ২২টি সেঞ্চুরি ও ৮০টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ইউনিভার্স বস।

একনজরে প্রথম চারে কারা

নাম-ম্যাচ-সংগ্রহ

১. ক্রিস গেইল-৩৮৬ ম্যাচ-১৩০৫১ রান

২. ব্রেন্ডন ম্যাককালাম-৩৬৪ ম্যাচ- ৯৯২২ রান

৩. কাইরন পোলার্ড-৪৪২ ম্যাচ-৯৭৫৭ রান

৪. শোয়েব মালিক-৩৩৫ ম্যাচ-৯০১৪ রান

২০১০ সালে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব। তাদের ঘরে রয়েছে এক ছেলেসন্তান-ইজহান। খেলা ও সংসার দিব্যি সামলে যাচ্ছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধক্যাসিনো আরমানকে নিয়ে যা বললেন চিত্রনায়িকা শিলা
পরবর্তী নিবন্ধআবরার হত্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের তীব্র নিন্দা