টিলাধসে ৬ কিশোর নিহত: ৮ জনের বিরুদ্ধে মামলা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে বাংলাটিলায় পাথর তুলতে গিয়ে মাটিচাপায় দুই ভাইসহ ছয়জনের প্রাণহানির ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে এসআই রাজীব মণ্ডল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেন বলে জানান জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

মামলায় জমির মালিক ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সুপার বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগ এনে জমির মালিক ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে প্রধান করে জেলা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টায় কানাইঘাট উপজেলার লোভা নদীতীরবর্তী বাংলাটিলায় পাথর তুলতে গিয়ে মাটিচাপায় প্রাণ হারায় দুই ভাইসহ ৬ জন।

ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় কেনাকাটা করার জন্য তারা দল বেঁধে বাংলাটিলায় পাথর তুলতে গিয়ে চাপা পড়ে।

নিহতরা হচ্ছে- বাংলাটিলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে জাকির (১৬), আলমাছ মিয়ার ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মোছাব্বির মিয়ার ছেলে মারুফ (১৩), জন মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও একই গ্রামের সুন্দর আলী (৩৫)।

তাদের মধ্যে নাহিদ কানাইঘাট দারুল উলুম এবং মারুফ কান্দাল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, কাদির ও শাকিল হারিছ চৌধুরী একাডেমির ছাত্র। জাকির ও সুন্দর আলী শ্রমিক।

পূর্ববর্তী নিবন্ধসোহরাওয়ার্দীর সমাবেশে প্রধান অতিথি খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধসাংবাদিক খালেদ মাসুদ!