পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ধর্ষিতা কিশোরী ফারজানা আক্তার(১২)।
শনিবার ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ফারজানা কাওলীবেড়া গ্রামের মৃত্যু আলমগীর শেখের কন্যা ও কাওলীবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
এ ঘটনায় ভাঙ্গা থানায় নিহতের চাচা কালাম শেখ বাদি হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
শুক্রবার দুপুরে কাওলীবেড়ার নিজ গ্রাম থেকে অভিযুক্ত ধর্ষক লিটন মাতুব্বরকে আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনাটি দুই মাস আগের। কাওলীবেড়া গ্রামে বখাটে যুবক লিটন মাতুব্বারের (২২) ঘরে রাতে টিভি দেখতে যায় কিশোরী ফারজানা।
এসময় তাকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত লিটন।
এনিয়ে ফারজানার মা প্রভাবশালীদের নিকট অভিযোগ করলেও তার কথায় কেউ কর্ণপাত করেনি।
পরে হতদরিদ্র মা টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় ফারজানা দিন দিন অসুস্থ হয়ে পড়ে।
এঘটনায় গত ২১ মার্চ রাতে মেয়েটির চাচা তার বাড়িতে একটি গ্রাম্য শালিস বৈঠক ডাকে। সেখানে উপস্থিত চেয়ারম্যান ও এলাকার গন্যমাণ্য ব্যক্তি তাৎক্ষণিক ১২ হাজার টাকা উত্তোলন করে চিকিৎসার ব্যবস্থা করান।
শনিবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা মারা যায়।
এঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, ধর্ষণের ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। একমাত্র আসামি লিটন মাতুববারকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার পর যেহেতু ভিকটিম (মেয়েটি) মারা গেছে, সেক্ষেত্রে অভিযোগপত্রে ধারা আরও বেড়ে যাবে।