পপুলার২৪নিউজ ডেস্ক:
বলতে গেলে ফেসবুক এখন সবখানেই। টিভিতে থাকবে না, তা কি হয়? এবার টেলিভিশন সেট টপ বক্সের জন্য অ্যাপ তৈরি করছে ফেসবুকের কর্তৃপক্ষ। ফেসবুক-ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
টিভির জন্য ফেসবুক অ্যাপ তৈরি ছাড়াও বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে লাইসেন্স ও টিভির মানের অনুষ্ঠান তৈরির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
সেট টপ বক্সে ফেসবুক অ্যাপ থাকলে লাইভ ভিডিও সম্প্রচার ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে আরও সুবিধা পাবে ফেসবুক কর্তৃপক্ষ।
বর্তমানে টেক্সট ও ছবিভিত্তিক বিজ্ঞাপনের চেয়েও লাইভ ভিডিওতে আরও বেশি বিজ্ঞাপনদাতা খুঁজে বের করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভ ভিডিও ফিচারটি বেশ প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। অস্কার, গ্র্যামি পুরস্কার থেকে শুরু করে খেলা ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রচারে প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা করছে।
গত এপ্রিলে ফেসবুক কর্তৃপক্ষ লাইভ ভিডিও সম্প্রসারণ করে। ফেসবুক লাইভ বর্তমানে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠেছে। ফেসবুক লাইভ জনপ্রিয় করতে অনুসন্ধান ও মন্তব্য করার মতো বেশ কিছু ফিচার এনেছে ফেসবুক। তথ্যসূত্র: রয়টার্স।