জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
টাঙ্গাইলে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির সামান্য কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি নলিন অংশে ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, যমুনার নদীর উজানে পানি কমতে শুরু করেছে। এর প্রভাব টাঙ্গাইলে পড়তে কিছুটা সময় লাগবে।
উল্লেখ্য, এবারের বন্যায় টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন, কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার দুটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর ফলে যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।