বিনোদন ডেস্ক:
টাকা বিছিয়ে শুয়ে আছেন জয়া আহসান! এ রকম একটা দৃশ্যে দেখা গেছে তাকে। দৃশ্যটা নতুন সিরিজ ‘জিস্মি’র, যেখানে তার চরিত্রের নাম রুনা লায়লা। সাধারণ চাকরিজীবী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি অবমুক্ত হয়েছে ‘জিম্মি’র ট্রেলার। সেখানে দেখা গেল টাকার পেছনে ছুটছেন রুনা লায়লা চরিত্রের জয়া। তার পেছনে ছুটছে একদল ব্যক্তি। ঘটে যাচ্ছে নানান ঘটনা, বদলে যাচ্ছে সাধারণ সরকারি চাকরিজীবী রুনার জীবন। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে টানটান উত্তেজনা আর কীসের যেন ইঙ্গিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝলকও দেখা গেছে ‘জিম্মি’র ট্রেলারে। ঘটনা কী, তা নিয়ে এখনও মুখ খুলতে চান না নির্মাতারা।
ট্রেলার মুক্তির পর ‘জিম্মি’র পরিচালক আশফাক নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা সেটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি, জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
নিজের চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই রকম চ্যালেঞ্জ ছিল। আর আমি সবসময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুনের সাথে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; তো নিপুন যেভাবে, যা যা বলেছে, আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বাকিটা দর্শকের ওপর। তারা বলবেন, রুনাকে তাদের কেমন লেগেছে।’
সিরিজে গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জয় বলেন, ‘পরিচালক নিপুনের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো যে, তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র। সেই সাথে সহশিল্পী জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই কাজটাকে আমার জন্য সহজ ও স্মরণীয় করেছেন।’
‘জিম্মি’র ট্রেলারে দেখা গেছে ইরেশ যাকের, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুর মতো বেশ কয়েকজন শিল্পীকে। আলোচিত সিরিজ ‘মহানগর’-এর পর আবারও নতুন সিরিজ নিয়ে হাজির হচ্ছেন নিপুন। ‘জিম্মি’ অবমুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ, ২৮ মার্চ।