টাইটানিকের কাছে মিলেছে ধ্বংসস্তূপ: ‍যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড

নিউজ ডেস্ক

হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানের খোঁজে আটলান্টিক মহাসাগরের তলদেশে নামা একটি রোবটযান টাইটানিকের কাছে কিছু ধ্বংসস্তূপ শনাক্ত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

বিবিসি জানায়, ঘটনাস্থলে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা (ইউনিফাইড কমান্ড) রোবটযানের পাঠানো তথ্য মূল্যায়ন করে দেখছেন।

কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে গত রোববার ডুব দয়ে ডুবোযান টাইটান। ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে টাইটানের ‍খোঁজে একটি রিমোটলি অপারেটেড ভেহিক্যাল বা আরওভি আটলান্টিকের তলদেশে পৌঁছায়।

পানির তলদেশে চলাচলে সক্ষম ওই রোবটযানটি কানাডার জাহাজ হরিজন আর্কটিক থেকে পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি চীনের
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা