স্পোর্টস ডেস্ক
চেন্নাইয়ের টিপিক্যাল স্পিনিং ট্র্যাকে কোনো দলই চাইবে না, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে। সবাই চাইবে টস জিতে ফিল্ডিং নেয়ার জন্য। বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো এটাই সত্য হতো। কিন্তু দীর্ঘদিন পর টস হারলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দীর্ঘদিন পর অধিনায়ক হিসেবে মাঠে ফিরলেন নিউজিল্যান্ডের কেনে উইলিয়ামসন। নেমেই টস জিতলেন তিনি এবং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে পাঠালেন ব্যাট করার জন্য।
আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও আছে এক পরিবর্তন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।