স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে সিরিজে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। তবে ওই সিরিজটি ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের শুরুতেই অধিনায়ক পরিবর্তন করলো আইরিশরা। অ্যান্ডি বালবির্নির পরিবর্তে টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হলো পল স্টার্লিংকে। আজ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে প্রথম ম্যাচে টস করতে নামেন স্টার্লিংই।
টসের কয়েন নিক্ষেপে জয় পেলেন আয়ারল্যান্ড অধিনায়ক। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।