দারুণ উত্তেজনার ম্যাচ। নিদাহাস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত আর বাংলাদেশ। এমন এক ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সামনে এবার দারুণ এক অর্জনের সুযোগ। টেস্ট মর্যাদা পাওয়ার পর কখনও কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে তো পরিসংখ্যান আরও নাজুক।
এর আগে নকআউট ম্যাচে তিনবারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত এই প্রতিপক্ষের বিপক্ষে জেতেনি একটি ম্যাচও। সাকিব-মাহমুদউল্লাহরা আজ ফাইনালের মঞ্চে পারবেন কি সেই আক্ষেপ ঘুচাতে?
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
ভারত দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনস পান্ডিয়া, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল ও যাদব উনাদখত।