টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

কানপুর টেস্টে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হচ্ছে। এরই মধ্যে টস হয়েছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দাঁড়াতে পারেনি। ২৮০ রানের বিশাল ব্যবধানে হার সঙ্গী হয় তাদের।

বাংলাদেশ এর আগে কখনই ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি। পাকিস্তানেও অবশ্য এমন নেতিবাচক রেকর্ডই ছিল। সেটা বদলেছে শান্ত বাহিনী।

কানপুরে কি পারবে? এই টেস্টে ভালো করতে পারলে অন্ততপক্ষে বিশ্বকে জানান দেওয়া যাবে, পাকিস্তানের মাটিতে জয়টা মোটেই অঘটন ছিল না।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধইউনূস-ব্লিঙ্কেন বৈঠক, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা