টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ৮ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল।

ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

বাংলাদেশকে হাতছানি দিচ্ছে ইতিহাস। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও জেতেনি টাইগাররা।

এর আগে দশবারের দেখায় প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভাঙার পালা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডুফি।

পূর্ববর্তী নিবন্ধওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান
পরবর্তী নিবন্ধসংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে খুলবে স্কুল-কলেজ