টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৪১ ডিগ্রি তাপমাত্রার আবহাওয়ায় খেলতে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দিবারাত্রির এই ম্যাচে নিশ্চিত অর্থেই বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার কারণে সুবিধা পাবে।

ব্যাটিং শক্তি বাড়িয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তামিম, সাকিব, লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, মিথুনের সঙ্গে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অর্থ্যাৎ, ৭জন জেনুইন ব্যাটসম্যান। সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট চালাতে জানেন মাশরাফিও। তিনজন রয়েছেন পেসার। মাশরাফি, মোস্তাফিজ এবং রুবেল। স্পিনার সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী হাসান মিরাজ। চাইলে মোসাদ্দেক এবং মাহমুদউল্লাহও বোলিং করতে পারবেন। অর্থ্যাৎ, পূর্ণ শক্তির বাংলাদেশই খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন সানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, আলফোনসো, দিলরুয়ান পেরেরা।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় কারাগারে মেডিকেল বোর্ড
পরবর্তী নিবন্ধডাক মারলেন লিটন-সাকিব