স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে হট ফেবারিট ভারত ও বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব।
কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের পর টালমাটাল অবস্থা। এবার প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা ভারত। যাদের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যানটা তেমন ভালো নয় বাংলাদেশের। ভারতের মাটিতে এখন পর্যন্ত কোনো জয়ের রেকর্ড নেই লাল-সবুজদের। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০ বার টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যানে কিছুটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে শেষ ৪ ওয়ানডের তিনটিতেই জয় টাইগারদের ঝুলিতে।