স্পোর্টস ডেস্ক:
স্মরণীয় এক জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলেই বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের ঘরে প্রবেশ করবে টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সেঞ্চুরির মিশনে আজ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। যেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের ম্যাচে রান তাড়া করে জেতার পর আজ আফগানদের লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৯টি ম্যাচে। যেখানে বাংলাদেশের জয় ৬ ম্যাচে আর আফগানরা জিতেছে তিনটি। দুই দলের মুখোমুখি সবশেষ তিন লড়াইয়ে জয়ী দলের নাম বাংলাদেশ।
টসের সময় তামিম জানিয়েছেন, ২৬০ রান করার লক্ষ্য তার দলের। বাংলাদেশের অধিনায়কের আশা, ২৬০ রান করতে পারলেই এই ম্যাচ জিতে সিরিজে লিড নিতে পারবে স্বাগতিকরা। একাদশে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের।
এক নজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।