টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে কোনোমতে ধবলধোলাইয়ের লজ্জা থেকে বেঁচেছে নিগার সুলতানা জ্যোতিরা। অথচ, দ্বিতীয় ম্যাচটা অনায়াসেই জিততে পারতো বাংলাদেশ। কিন্তু ভারতের মেয়েদের ৯৫ রানে আটকে রেখেও জিততে পারেনি টাইগার মেয়েরা।

শেষ ম্যাচ জয়ের সুখ স্মৃতি নিয়েই আজ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হারমানপ্রিত কউরের দলের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতি অ্যান্ড কোং।

প্রথম ওয়ানডেতে টস করতে নেমে জয় পেলেন ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর। টস জিতেই তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানাকে।

তবে সময়মত টস এবং খেলা শুরু হলেও মিরপুরে রয়েছে বৃষ্টির শঙ্কা। বাংলাদেশ দলের হয়ে আজ ওয়ানডেতে অভিষেক ঘটেছে স্বর্ণা আক্তারের। নিগার সুলতানা জ্যোতি তাকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন।

বাংলাদেশ একাদশ

শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটরক্ষক), ফারাজানা হক, নাহিদা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার।

ভারত একাদশ

স্মৃতি মন্দানা, প্রিয়া পুনিয়া, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কউর (অধিনায়ক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দিপ্তি শর্মা, আমানজত কউর, পুজা ভস্ত্রকার, স্নেহ রানা, দেবিকা ভাইদিয়া, বি আনুশা।

 

পূর্ববর্তী নিবন্ধবোলিং শুরু করেছেন জাসপ্রিত বুমরাহ
পরবর্তী নিবন্ধভারতে ২১ জুলাই মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’