টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব ডেস্ক :

প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঠিকই টস জিতেছে সফরকারীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। এর পর নেপিয়ারের দুর্যোগপূর্ণ আবহাওয়াও আজ খুব ভাবাচ্ছে সফরকারীদের। তাই টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দলে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মোস্তাফিজের বদলে এসেছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড দলেও পরিবর্তন একটি। ফার্গুসনের বদলে এসেছেন অ্যাডাম মিলনে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় মহিলা সংস্থায় ‘বঙ্গমাতা জাদুঘর ও বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ৫০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত