টস জিতে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি ভারত ও আয়ারল্যান্ড। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দল দুটি।

আইরিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

চার পেসার দিয়ে একাদশ সাজানো হয়েছে ভারতের। সঙ্গে দুজন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। অন্যদিকে তিন পেসার আছে আইরিশদের একাদশে।

এর আগে, সবশেষ ২০০৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দল দুটির। ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত ওই ম্যাচে আইরিশদের ৮ উইকেটে হারিয়েছিল ম্যান ইন ব্লুরা। এরপর গত ছয়টি সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক লড়াইয়ে দেখা হয়নি তাদের। তাই এবারের বিশ্বমঞ্চের দেখায় জয় দিয়ে উদযাপন করতে চায় উভয় দলই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / ১৫ বছর পর আইরিশদের মুখোমুখি ভারত
এদিকে ২০০৯ বিশ্বকাপের পর তিন দফায় ভারতের সঙ্গে ৬টি ম্যাচ খেলেছে আইরিশরা। সবকটি ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছেন রোহিত-কোহলিরা। এবারও ফেবারিট হিসেবেই নামবে ম্যান ইন ব্লুরা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট

পূর্ববর্তী নিবন্ধবাজেট অধিবেশন শুরু
পরবর্তী নিবন্ধব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই: র‌্যাবপ্রধান