টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই চলতি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে। নেদারল্যান্ডসের কাছে প্রোটিয়ারা এবং আফগানিস্তানের কাছে হেরেছে জস বাটলারের দল। দিনের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে আগে ব্যাট করবে টেম্বা বাভুমার দল।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ২০তম ম্যাচে লড়বে দল দুটি। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলছেন না বাভুমা। সে কারণে আজ প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। বাভুমার পরিবর্তে একাদশে ফিরেছেন ওপেনিং ব্যাটার রেজা হেনড্রিকস।

এই ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন বেন স্টোকস। এছাড়া একাদশে আরও দুটি পরিবর্তন এনেছে ইংলিশরা। ক্রিস ওকস ও স্যাম কারানকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে ডেভিড উইলি ও ‍গুস অ্যাটকিনসনকে।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড উইলি, গুস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম (অধিনায়ক), রেজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও লুঙ্গি এনগিডি।

পূর্ববর্তী নিবন্ধসৌদি-ইসরায়েল মিত্রতা ধ্বংস করাই হামাসের লক্ষ্য : বাইডেন
পরবর্তী নিবন্ধঅবশেষে গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক