টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
অবশেষে সিরিজে প্রথমবারের মত টসে জিতল বাংলাদেশ। সিংহলিজের স্পোর্টিং উইকেটে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে বোলিং বেছে নিয়েছে টিম টাইগার। ইতিমধ্যেই প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজকের ম্যাচটিই বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত করার শেষ সুযোগ। কলম্বোর বিখ্যাত সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়াবে খেলা। তবে আবহাওয়ার পূর্বাভাস ভালো কোনো খবর না দিলেও শনিবার সকালে কলম্বোর আকাশ রৌদ্রজ্জল রয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ৬ ওয়ানডে সিরিজের ১টি সিরিজ ড্র করতে পেরেছে বাংলাদেশ। ২০১৩ সালের সফরে বৃষ্টিতে ভেসে গিয়েছিল দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে হার এড়িয়েছিল টাইগাররা। ২০০৫/০৬ মৌসুমে বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া বাকী ৪টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।

তবে সেই সময় আর নেই। সেই শ্রীলঙ্কাও আর নেই। সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশানদের বিদায়ের পর ভাঙা গড়ার পালা চলছে শ্রীলঙ্কার ক্রিকেটে। দাঁড় করানো হচ্ছে নতুন প্রজন্মের একটি দল। অন্যদিকে গত দুই বছর ধরে ক্রিকেটবিশ্বের নতুন শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। তাই প্রথমবারের মত সিরিজ জয়ের আশা করতেই পারে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধকরণের ভালোবাসার মানুষ আলিয়া
পরবর্তী নিবন্ধদুধ বেশি খেলে কি ক্ষতি