পপুলার২৪নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু হয়ে গেল। কার্ডিফের সোফিয়া গার্ডেনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং এশিয়ার দল পাকিস্তান।
জয়ের লক্ষে টসে জিতে স্বাগতিকদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে সরফরাজ আহমেদের দল। এই ম্যাচ শেষে প্রথম ফাইনালিস্ট দলকে পেয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচ ৩ উইকেটে জিতে সেমিফাইনালে আসে পাকিস্তান। এতে পাকি অধিনায়ক সরফরাজ খানের কৃতিত্বের চেয়েও লঙ্কান ফিল্ডারদের ব্যর্থতা চোখে পড়ার মত। মূলতঃ ৩৯ এবং ৪১ তম ওভারে দুটি ক্যাচ ছেড়ে ম্যাচটিকে হাতছাড়া করে শ্রীলঙ্কা। দুবারই বোলার এবং ব্যাটসম্যান ছিলেন যথাক্রমে লাসিথ মালিঙ্গা এবং সরফরাজ আহমেদ।
ইংল্যান্ড একাদশ: এউইন মরগ্যান, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জ্যাক বল এবং মার্ক উড।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ, আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হাসান আলী, রুম্মন রাইস, জুনায়েদ খান ও শাদাব খান।