টসের আগে সিলেট সানরাইজার্সের অধিনায়ক বদল

স্পোর্টস ডেস্ক : নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে অধিনায়ক বদলে ফেলেছে সিলেট। আসরের প্রথম ছয় ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় টস করতে নেমেছিলেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, রবি বোপারাই সিলেটের নতুন অধিনায়ক।

কিন্তু এর পেছনে আছে আরও ঘটনা। বিসিবির পক্ষ থেকে বোপারাকে সিলেটের নতুন অধিনায়ক হিসেবে জানানো হলেও, তাদের সরবরাহকৃত আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকায় মোসাদ্দেক সৈকতের নামের পাশেই অধিনায়ক লেখা ছিল। তবে তালিকার নিচের দিকে আবার অধিনায়কের সাক্ষরে জায়গায় ছিল বোপারার সাক্ষর।

পুরো বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে যোগাযোগ করা হয়, সিলেটের টিম ম্যানেজার কাজী মাশুক আল বারির সঙ্গে। তিনি জানান, মূলত টসের আগে দিয়ে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। যে কারণে আনুষ্ঠানিক তালিকায় মোসাদ্দেকের নামই থেকে যায় অধিনায়ক হিসেবে। কিন্তু টস করতে নামেন বোপারা।

সিলেটের টিম ম্যানেজার আরও জানিয়েছেন, মোসাদ্দেক সৈকত নিজের খেলায় অধিক মনোযোগ দিতে আগে থেকেই অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছিলেন। তার জায়গায় দেশি কাউকে অধিনায়ক করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুনকে। তারা প্রত্যাখ্যান করে দেওয়ায় দলের কোচ মার্ভিন ডিলনের পরামর্শে বোপারাকে দেওয়া হয়েছে দায়িত্ব।

এ বিষয়ে কাজী মাশুক আল বারির বক্তব্য, ‘কিছুদিন আগেও মোসাদ্দেক বলেছিল যে সে অধিনায়কত্ব করতে চায় না। সে নিজের ওপর থেকে চাপ সরিয়ে খেলায় মনোযোগ দিতে চাচ্ছিল। সে বলেছিল কিন্তু আমরা বদলি খুঁজে পাচ্ছিলাম না।’

তিনি আরও যোগ করেন, ‘গতকালও বিজয়-মিঠুনকে অনুরোধ করা হয়। কিন্তু সেও চাচ্ছিল না। আজ মাঠে আসার পর কোচের সঙ্গেও আলোচনা হয়। তারপর বিজয় এবং মিঠুন আবার প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর বোপারাকে অধিনায়কত্ব দেওয়া হয়। এখন থেকে সেই আমাদের অধিনায়ক।’

এসময় সিলেটের টিম লিস্টে অধিনায়ক হিসেবে মোসাদ্দেকের নাম থাকা প্রসঙ্গে ম্যানেজার বলেছেন, ‘এটা আমারই ভুল। তাড়াহুড়োয় আমি লিস্টে বোপারার নাম দিতে ভুলে গিয়েছি। আমি এর মধ্যে নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির (দেবব্রত পল) কাছে চিঠিও দিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল
পরবর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘ ইউনিট থাকছে না