টটেনহ্যামকে হারিলো এসি মিলান

স্পোর্টস ডেস্ক : সান সিরোতে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারালো এসি মিলান। ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে ১১ বছর পর প্রথমবার ইউরোপসেরার মঞ্চে কোয়ার্টার ফাইনালে খেলার সুবাস পাচ্ছে ইতালিয়ানরা।

টটেনহ্যামের কিপার ফ্রেসার ফরস্টারের দুর্দান্ত ডাবল সেভের পর ফিরে আসা বল হেড করে জাল কাঁপান দিয়াজ। সপ্তম মিনিটে ওই গোলেই লন্ডন ক্লাবের সঙ্গে মিলানের পার্থক্য গড়ে ওঠে।

 

ইনজুরি ও নিষেধাজ্ঞায় কম শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল টটেনহ্যাম। প্রথমার্ধে তারা বল দখলে এগিয়ে থাকলেও স্বাগতিকদের বুকে ভয় ধরাতে পারেনি।

ম্যাচের শুরুতেই সান সিরোর গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। থিও হার্নান্দেজের শট ফ্রেসার ফিরিয়ে দিলে দিয়াজ শট নেন, আবারো দারুণ সেভ। তবে দিয়াজ হাল ছাড়েননি। স্পার গোলকিপারের রুখে দেয় বল উঁচুতে হেড করে গোলমুখ খোলেন তিনি।

বরং দ্বিতীয়ার্ধে বদলি নেমে মিলানের চার্লস ডি কেতেলায়ের ও ডিফেন্ডার মালিক থিয়াও হেড থেকে সুবর্ণ গোলের সুযোগ নষ্ট করেন।

 

শেষ ২০ মিনিট টটেনহ্যাম ব্রাজিল ফরোয়ার্ড রিচার্লিসনকে খেলিয়েও মিলানের কাছে প্রথম পরাজয় এড়াতে পারেনি। তবে পরের রাউন্ড নিজেদের মাঠে হওয়ায় তাদের শেষ আটের আশা এখনো বেঁচে আছে।

 

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশুটিংয়ে আহত শাকিব খান