টঙ্গীতে নিজ রাইফেলের গুলিতে আনসার সদস্য নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

টঙ্গীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিজস্ব গোডাউনে দায়িত্ব পালনকালে নিজ রাইফেলের গুলিতে মো. জুনায়েদ আহমেদ (২৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

রোববার টঙ্গীর মরকুন এলাকার নিজস্ব গোডাউনে থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুনায়েদ সুনামগঞ্জ জেলার জামালপুর থানার উজাখানপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। তিনি গত পাঁচ মাস ধরে টঙ্গীর ওই গোডাউনে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, আনসার সদস্য জুনায়েদ ওই গোডাউনে রাতের পালায় ডিউটি করছিলেন। রাত ১১টার দিকে অসাবধানতাবশত নিজ রাইফেলের গুলি তার থুঁতনিতে বিদ্ধ হন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. জুনায়েদ আহমেদকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএটাও আয়ত্তে শুভশ্রীর!
পরবর্তী নিবন্ধচলনবিলে নৌকাডুবি: বাকি দুজনের লাশও উদ্ধার