টঙ্গী‌তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কারখানা শ্রমিক‌দের

নিউজ ডেস্ক :

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এরশাদ নগরে সিজন্স ড্রেসেস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

শ্রমিকরা বলছেন, তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা, তিন বছরের ছুটির টাকা বকেয়া রয়েছে। এ নিয়ে একাধিকবার কর্তৃপক্ষ আশ্বাস দিলেও প্রতিবারই তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন।

এনিয়ে সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বেতন দাবি করে কর্মবিরতি দেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলরত সাধারণ মানুষজন।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, টঙ্গীর সিজন্স ড্রেসেস গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছেন। বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করার জন্য কারখানা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজাপানে রেকর্ড বৃষ্টির বন্যায় ৬ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান