টঙ্গীতে কয়েলের আগুনে দগ্ধ ২ পোশাক শ্রমিক

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে মশার কয়েলের আগুনে দুই পোশাক কারখানার শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) এবং শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম(২৪)।

দীন ইসলামের মামা মো. হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিল্পবের বাড়িতে ভাড়া থেকে হোপ লোন নামে পোশাক কারখানায় চাকরি করেন।

রাতের খাবার খেয়ে মশার কয়েল জ্বালিয়ে তারা একই বিছানায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। পরে দীন ইসলাম ও জহিরুল চিৎকার শুরু করলে তারা দরজা খুলে বের হয়ে আসেন।

পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

জহিরুলের দেহের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

তবে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে টিভিতে তারা খবর শুনেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই
পরবর্তী নিবন্ধবিএনপির সংবাদ সম্মেলন স্থগিত