ঝড়ে পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঝড়ের কবলে পড়ে রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের খোঁজে পদ্মায় তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ তিনজন হলেন- রফিকুল ইসলাম (৪৫), রবিন (২৫) ও আসাদুল ইসলাম (৪৫)।

রোববার সন্ধ্যায় প্রবল ঝড়ে একটি ডিঙ্গি নৌকা নগরীর দরগাপাড়ার সামনে পদ্মায় ডুবে যায়। দুজন সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

নৌকার মাঝি হিমেল কবীর রকি জানান, তারা দরগাপাড়া ঘাটের সামনে সন্ধ্যার পর কয়েকজন যাত্রীকে পদ্মীর দক্ষিণ পাড়ে নামিয়ে ফিরে আসার সময় প্রবল ঝড়ের কবলে পড়েন। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। তিনি ও অপর মাঝি রাসেল সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন নিখোঁজ রয়েছেন।

ডুবুরিরা জানান, যেখানে নৌকা ডুবেছে সেখানে পদ্মার গভীরতা প্রায় ৫০ ফুট। ডুবে যাওয়া নৌকাও উদ্ধার হয়নি।

পূর্ববর্তী নিবন্ধহাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি ও গাফিলতি প্রমাণেই ব্যবস্থা : প্রধানমন্ত্রী 
পরবর্তী নিবন্ধহাতিরঝিলের লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ