ঝোপঝাড়ের কিংবা গাছের পেছনেও নাকি তাঁদের পোশাক বদল করতে হয়েছে। কখনও বাসে কখনও বা শ্যুটিং সেটের মধ্যেই বদল করেছেন পোশাক। উপায় ছিল না। তখনকার অভিনেত্রীরা আজকের অভিনেত্রীদের মত এত সুবিধা পেত না। সম্প্রতি, পুরনো দিনে ফিল্মের শ্যুটিং-এর অভিজ্ঞাতা শেয়ার করতে গিয়ে অদ্ভুত ঘটনার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী।
সম্প্রতি, তাঁর আপকামিং ফিল্ম ‘মম’-এর প্রমোশনে ব্যস্ত অভিনেত্রী শ্রীদেবী। ফিল্মটি দেবকী নামে এক টিনেজ কন্যার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মম’-এর প্রমোশনে এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় নানান অভিজ্ঞতা শেয়ারর করেছেন।
শ্রীদেবীর মতে, ভ্যানিটি ভ্যান আজকালকার দিনে অভিনেত্রীদের কাছে আশীর্বাদের মতো। আমাদের সময় এধরণের সুবিধা ছিল না। আমরা ঝোপঝাড়-গাছ, বাস কিংবা শ্যুটিং সেটের মধ্যেও পোশাক বদল করেছি। আমি তো শ্যুটি সেটে জলই খেতাম না, কারণ সেটে ঠিক ঠাক টয়লেট থাকত না।
শ্রীদেবী আরও বলেন, ‘আমি তো বৃষ্টির সময় শ্যুটিংই করতে চাইতাম না, কারণ তারপরই অসুস্থ হয়ে পড়তাম। আসলে অভিনয় পেশা টা বাইরে থেকে যতই গ্ল্যামারাস লাগুক না কেন কাজটা যে কতটা কঠিন সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন শ্রীদেবী।