ঝিনাইদহে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানা’ ঘিরে আইনশৃংখলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানিয়েছেন, শনিবার ভোর ৬টা থেকে বাড়িটি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল রওনা হয়েছে। তারা এলেই অভিযান শুরু করা হবে।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঠনঠনেপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেনেড, সুইসাইড ভেস্ট ও আইইডিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

জঙ্গি আস্তানা ঘিরে শুক্রবার রাত ৮টা থেকে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, এখানে একটি জঙ্গি আস্তানা ছিল। গোপনে তথ্য পেয়ে বেশ কিছুদিন ধরেই আস্তানাটি নিয়ে কাজ করা হচ্ছিল।

তিনি জানান, জেলা পুলিশকে নিয়ে শুক্রবার বিকালে ওই আস্তানা ঘেরাও করা হয়। প্রাথমিক অভিযানে তিনটি সুইসাইড ভেস্ট, বিপুল পরিমাণ আইইডি, একটি প্রেসার কুকার বোমা, একটি নাইন এমএম পিস্তল, ২০টি কেমিক্যাল কনটেইনার ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ জানান, ঠনঠনেপাড়ার ওই বাড়িটি আবদুল্লাহ নামের ধর্মান্তরিত এক মুসলিম তৈরি করেছেন। তবে বেশ কিছুদিন এলাকায় দেখা যায়নি তাকে।

আবদুল্লাহর বাবার নাম চোতে। মায়ের নাম সন্ধ্যা। তারা পারিবারিকভাবে শামুক থেকে চুন তৈরি করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন লাকী আখান্দ্‌
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে তালেবান হামলায় ১৪০ সৈন্য নিহত