ঝিনাইদহে গুলি করে চাচা-ভাতিজাকে হত্যা

জেলা প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে মন্টু মিয়া নামে এক ব্যক্তি ও তার ভাতিজা শামীম হোসেনকে গুলি করে হত্যা করেছে তাদের ব্যবসায়িক প্রতিপক্ষ। গুলি করার পরপর একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে।

বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা আহসান হাবীব জানান, শামীম-মন্টু মূলত ধনিয়া পাতার ব্যবসা করত। সেই ব্যবসার লেনদেন ছিল একই এলাকার তরিকুল ইসলাম আকাল ও ইব্রার সঙ্গে। সেই লেনদেনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার বিকেলে শামীম-মন্টু আকালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে ইব্রা ও আকাল তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মন্টুর ভাতিজা শামীম নিহত হয়। গুলিবিদ্ধ মন্টুকে এলাকাবাসী ও স্বজনরা পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তারও মৃত্যু হয়।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ
পরবর্তী নিবন্ধবিশ্বের শক্তিশালী ১০ মুদ্রার তালিকায় তলানিতে ডলার