ঝালকাঠিতে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
12ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠি শহরের কলেজ মোড় খেয়াঘাট ও মানিকচর এলাকায় নদী থেকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ঝালকাঠি শহরের আবদুর রাজ্জাক মল্লিক রাজা (৩২), পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫) ও তসলিম হালদার।

ঝালকাঠি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা গোলাম রসুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ডুবুরি দল এসে প্রথম দু’জনের লাশ উদ্ধার করে।

পরে সকাল ৯টার দিকে রাজাপুরের মানকির চর এলাকা থেকে আরো একজনের মরদেহ ভেসে উঠার খবর আসে। সেখানে তসলিম হাওলাদার নামের আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে পড়ে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে একটি ট্রলার শহরের পৌরসভা খেয়াঘাট আসার পথে খুলনাগামী মধুমতি নামের একটি লঞ্চের ধাক্কায় মাঝ নদীতে ডুবে যায়।

পরে স্থানীয় জেলেদের সহায়তায় সব যাত্রীকে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ হন। আজ তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএ বছরের রূপকথা
পরবর্তী নিবন্ধগর্ভকালীন বুক জ্বালাপোড়া?