ঝালকাঠিতে অপহরণের চার দিন পর কলেজছাত্রী উদ্ধার

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঝালকাঠিতে অপহরণের চার দিন পর অপহৃত কলেজছাত্রী শারমিন আক্তারকে উদ্ধার করেছে পুলিশ শনিবার ভোরে বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে জাকির হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী জাকির হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি থানার এসআই মজিবর রহমান জানান, সদর উপজেলার পশ্চিম ভাওতিতা গ্রামের ওই কলেজছাত্রী গত ১ আগস্ট সকালে কলেজে আসার পথে তাকে অপহরণ করে জাকির হোসেন। তাকে বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাড়ি নিয়ে আটকে রাখা হয়। এ ঘটনায় ওই দিনই অপহৃতের বাবা বারেক হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় অপহরণ মামলা করেন। ঘটনার চার দিন পর অপহরণকারীর বাড়ি থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলীর ছেলে। আজ শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ হাসপাতালে মাশরাফি
পরবর্তী নিবন্ধইউরোপে তাপপ্রবাহে বছরে মারা যাবে দেড় লাখ মানুষ