স্পোর্টস ডেস্ক : ডারবান টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ দল। প্রথম সেশনে তাসকিন আহমেদের উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছিল টাইগাররা।
তবে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারালেও মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে সফরকারীরা।
দ্বিতীয় সেশনে ২ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে বাংলাদেশ। এই সেশনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটার এই প্রথম তিন অংকের দেখা পেলেন। এছাড়া লিটন দাস, ইয়াসির রাব্বি ও মেহেদি হাসান মিরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে ৭ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রান তুলে ফেলেছে বাংলাদেশ। দুই দলের রানের ব্যবধানও নেমে এসেছে ১১০ রানে। ১০৬ রানে ব্যাট করছেন জয়, ২৪ রানে অপরাজিত মিরাজ।
ডারবান টেস্টের তৃতীয় দিনে আজ স্পিননির্ভর আক্রমণ শানায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু কালকের মতো আজ সাফল্য আসেনি। সকালে তাসকিন (১) বিদায় নেওয়ার পর উইকেটে জেঁকে বসেছেন লিটন ও জয়। ১০১ রানে ৫ উইকেট হারানোর পর দুজনে মিলে দারুণ এক জুটিও গড়েন। তাদের জুটির কারণেই প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে বাংলাদেশ।
জয় ১৭০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নেন। অন্যপ্রান্তে লিটন দাস দুইবার জীবন পেয়েও ফিফটি মিস করেন। প্রথমে ব্যক্তিগত ১৬ রানেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সেখানে দাঁড়ানো এলগার ক্যাচ মিস করেন। পরে ব্যক্তিগত ৩৯ রানে ক্যাচ মিস হয় লেগ স্লিপে। তা সত্ত্বেও দ্বিতীয় সেশনের শুরুতেই বিদায় নেন তিনি; প্রোটিয়া স্পিনার লিজাড উইলিয়ামসের বলে বোল্ড হয়ে। লিটন থামেন ৯২ বলে ৪১ রান করে।
লিটন ও জয়ের জুটিতে আসে ৮২ রান। তবে লিটন ব্যর্থ হলেও জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রমে মুমিনুল হকের ৭৭ ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। দলনেতাকে ছাড়িয়ে সেঞ্চুরির পথে ছুটতে থাকেন জয়। জয়কে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু জুটিতে ৩৩ রান আসার পর ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন তিনি (২২)।
অন্যপ্রান্তে সতীর্থ ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে একমাত্র ব্যতিক্রম মাহমুদুল হাসান জয়। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি দিনের দ্বিতীয় ভাগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তরুণ এই ওপেনার। ২৬৯ বলের মোকাবিলায় তার সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম এর আগে মুমিনুল হককে ছাড়িয়ে প্রোটিয়াদের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও হয়েছেন তিনি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে ৪৪ রানে জয় এবং নাইটওয়াচম্যান তাসকিন শূন্য রানে অপরাজিত ছিলেন।