জয় নিয়ে শতভাগ আশাবাদী, শেষ পর্যন্ত লড়ে যাব: হাসান 

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ)।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে নিজ বাসভবনসংলগ্ন ৫৪নং ওয়ার্ডের আউচপাড়ায় বছিরউদ্দিন উদয়ন একাডেমি স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শেষ পর্যন্ত লড়ে যাব।

এ সময় অভিযোগ করে তিনি বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গে ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বেশ কয়েকজন এজেন্টকে আটক করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাদের কোথায় নেয়া হয়েছে সেটি তিনি জানেন না। এসব অভিযোগের ব্যাপারে রিটার্নিং অফিসারকে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫ ভোটকেন্দ্রের দুই হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। ভোট কেন্দ্র করে নারী-পুরুষ সবার মধ্যেই বিরাজ করছে এক ধরনের উৎসবমুখর পরিবেশ।

 

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল
পরবর্তী নিবন্ধজনগণের রায় মেনে নেব: জাহাঙ্গীর