জ্ঞানী হয়ে নির্বোধের মতো কথা বলবেন না, ফখরুলকে হাছান মাহমুদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক হাত নিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্যে করে তিনি বলেছেন, জ্ঞানী মানুষ হয়ে নির্বোধের মতো কথা বলবেন না।

রোহিঙ্গাদের ইস্যু নিয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

একই সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া একবারের জন্যও দেশে এসে অসহায় মানুষদের দেখতে যাননি বলেও সমালোচনা করেন হাছান মাহমুদ।

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস হয়নি বলে ফখরুলের মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, সংসদে নাকি শোক বার্তা জানানো হয়নি। তিনি (ফখরুল) না জেনেই বোকাদের মতো কথা বলছেন। আপনি একজন শিক্ষক মানুষ। আপনার এ ধরনের বক্তব্য শোভা পায় না।

রোহিঙ্গা গণহত্যা বন্ধে ব্যর্থতার জন্য সু চি’র নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করতে নোবেল কমিটিকে অনুরোধ জানানোর পাশাপাশি বিশ্ববাসীকে একসঙ্গে এ ঘটনার প্রতিবাদ জানানোরও আহ্বান জানান তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধমধুমতি নদীর করাল গ্রাসে কাশিয়ানী জয়বাংলা গ্রাম
পরবর্তী নিবন্ধকোটালীপাড়ায় ভবনের অভাবে গাছের নিচে পাঠদান