জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ : কুমিল্লার দাউদকান্দিতে দুই জোড়া খুনের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামির হাতে জোড়া খুনের অপর আসামি আটককের ঘটনায় এলাকা তোলপাড়ের সৃষ্টি হয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপণে ছিল হত্যা মামলার আসামিরা। অবশেষে দুই জোড়া হত্যা মামলার আসামিকে কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আজ মঙ্গলবার তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছর অক্টোবরে তিতাসের যুবলীগ নেতা ও জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন সরকারকে জুলহাস গ্রুপের লোকজন হত্যার অভিযোগে দাউদকান্দি পেন্নাই গ্রামের জুলহাসকে ১নং আসামি দাউদকান্দি মডেল থানা হত্যা মামলা দায়ের করা হয়। মনির চেয়ারম্যান হত্যার ৫মাস পর পহেলা এপ্রিল বিকেলে জুলহাস গ্রুপের মোহাম্মদ আলী ও সাঈদ হোসেনকে হত্যা করে মনির চেয়ারম্যান গ্রুপের লোকজন। ওই জোড়া খুনের ঘটনায় দাউদকান্দি মডেল থানায় জামালসহ ১০/১২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। দুই জোড়া হত্যার আসামিরা এলাকা থেকে গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। দুই জোড়া হত্যা আসামিরা নারায়ণগঞ্জের সানাড়পাড়ে আত্মগোপন থাকে।
গতকাল সোমবার সন্ধ্যায় আসামি জামাল হোসেন অপর হত্যা মামলার আসামি জুলহাসকে একে অপরকে দেখে দুইজনের হাতা-হাতি শুরু হয়। একে অপরকে হত্যা মামলার আসামি বলে চিৎকার করলে। এলাকাবাসী জড়ো হয়ে দুইজনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। পরে কুমিল্লা ডিবি পুলিশ তাদেরকে সিদিরগঞ্জ থেকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম বলেন, দুই জোড়া খুনের দুই আসামি আত্মগোপনে থাকা অবস্থা একে অপরের সাথে মারামারি হলে জনতা ধরে তাদেরকে পুলিশে সোপর্দ করে। মামলা দুটি ডিবি পুলিশের নিকট তদন্তনাধীন থাকায় আমরা তাদেরকে সিদ্ধিরগঞ্জ থেকে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করি।