জেরুজালেমে হামলাকারী ‌আইএস সমর্থক: নেতানিয়াহু

পপুলার২৪নিউজ ডেস্ক:

1ইসরাইলের রাজধানী জেরুজালেমে ট্রাক হামলাকারী আইএসের সমর্থক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সব নির্দশন দেখে এমনটাই মনে হয়েছে তার।
অবশ্য এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ফিলিস্তিনি যুবক গুলিতে নিহত হয়েছে। রবিবার সে একদল সৈন্যের ওপর ট্রাক চালিয়ে দেয়। এতে চারজন নিহত হয়।

এই ঘটনার পর জরুরি বৈঠক করে নিরাপত্তা মন্ত্রিসভা। সেখানে আইএসের প্রতি সহানুভূতিশীলদের কোনো ধরনের বিচার ছাড়া আটকের অনুমোদন দেয়া হয়। রবিবারে হামলা তিনজন নারী ও একজন পুরুষ নিহত এবং ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারী ফাদি কুনবার (২৮) ফিলিস্তিনের জাবেল মুকাবারের বাসিন্দা। হামলার পর অভিযানে তার পরিবারের পাঁচ সদস্যসহ নয়জনকে আটক করা হয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে নেতানিয়াহু বলেছেন, আমরা জানি এটা সন্ত্রাসীদের সিরিজ হামলা অংশ। ফ্রান্স, বার্লিনের হামলার সঙ্গে জেরুজালেমের হামলার অবশ্যই কোনো সংযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাভারে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধএমপি লিটন হত্যায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৫