নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ রূপালী ব্যাংক পিএলসি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল মতিঝিল কিচেন ইয়ার্ডে গতকাল রবিবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক জেবিএবি এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেবিএবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রূপালী ব্যাংকের ডিজিএম মোঃ কেতাব আলী মন্ডল।
আরো বক্তব্য রাখেন ডিজিএম একেএম জাকির হোসেন, ডিজিএম মোঃ মিল্লাত হোসেন, ডিজিএম মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ ।
বক্তব্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে জাতীয়তাবাদী আদর্শকে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।