জেফ সেশন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত নতুন এই অ্যাটর্নি জেনারেলকে নির্বাচিত হতে সিনেটে ভোট ব্যবস্থার মধ্য দিয়ে চূড়ান্ত হতে হয়েছে; যাতে তার পক্ষে ৫২ ভোট পড়ে, বিপক্ষে ছিল ৪৭। তবে ভোটের আগে বিতর্কও কম হয়নি। মানবাধিকার ইস্যুতে জেফের পূর্ব পরিসংখ্যানের কথা তুলে বরাবরই তর্কে জড়ান ডেমোক্রেট সদস্যরা। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ নিয়ে কথা বলায় ডেমোক্রেট এলিজাবেথ ওয়ারেনকে থামিয়ে দেওয়া হয়।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বেশ কিছু বিতর্কমূলক সিদ্ধান্তের একটি জেফের মনোনয়ন। তবে নতুন দায়িত্বে তার কাছেই এখন দেশের বিচার বিভাগের কার্যক্রম; যাতে কর্মরত ১ লাখ ১৩ হাজার বিচারিক কর্মী এবং ৯৩ জন অ্যাটর্নি। নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় ৭০ বছর বয়সী জেফ বলেছেন, আমি জানি আমার পদ নিয়ে বির্তক হয়েছে, তবে ভালোভাবে কাজ করেই এর জবাব দিতে চাই। আর সবচেয়ে বড় কথা আমার বোঝা আছে দাফতরিক দায়িত্ব কী।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে পর্যটকবাহী বাসের ধাক্কায় শিশু নিহত
পরবর্তী নিবন্ধআধা ঘণ্টা পর টঙ্গীর রেল যোগাযোগ স্বাভাবিক