জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কর্মকর্তাদের নিয়ে বর্ষ সমাপনী সভা

নিজস্ব প্রতিবেদক

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে বর্ষ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্ল্যাহ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান।

সভায় প্রোডাক্ট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন এসভিপি (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জেল হোসাইন মানিক। ।
সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি (উঃ) মুহাম্মদ কামরুল ইসলাম

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল সংগঠন প্রধান ও সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় দেড় শতাধিক উন্নয়ন কর্মকর্তা।

সভা শেষে প্রধান অতিথি নভেম্বর-২০২৪ মাসে সফল ৩ জন সংগঠন প্রধানকে পুরষ্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬২
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে লঘুচাপ, আরও কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা